ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ

প্রকাশিত: ২০:৪৪, ২১ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ২০ ডিসেম্বর ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা ও নির্মাণে বিরোধিতার প্রতিবাদে মাদারীপুরে সর্বস্তরের মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখা পৃথক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধারা এবং একই সময়ে জেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কয়েক শত শিক্ষক স্বাধীনতা অঙ্গনে এ কর্মসূচী পালন করে। মুক্তিযোদ্ধাদের মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে সাবেক নৌপরিবহনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, ‘ইসলাম বিরোধীরা জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধুকে ভয় পায়। বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ আজ পরিচালিত হচ্ছে। সরকার যখন মুক্তিযুদ্ধের স্বাধীনতা নিয়ে কাজ করে তখন অনেক ফতুয়া জারি করা হয়। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা, কারও দয়া বা দানে স্বাধীনতা আসেনি। আগামী প্রজন্মও মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’ এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদ জানিয়ে শিক্ষক সমিতির মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি মাদারীপুর জেলা শাখার সভাপতি সৈয়দ আকমল হোসেন পিলু, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান, মোঃ হুমায়ুন কবির, সরদার আবদুল হামিদ, বোরহান উদ্দিন খান প্রমুখ। পটিয়া নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় মানববন্ধন পালিত হয়েছে। রবিবার দুপুরে পটিয়া এ এস রাহাত আলী উচ্চ বিদ্যালয় ও পটিয়া শিক্ষক সমিতির উদ্যোগে পৃথকভাবে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। দুপুরে রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম, উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরোয়ার হায়দার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আহমদ কবির আজাদ, শিক্ষক এটিএম তোহা, মাস্টার শফিউল আলম, শাহজাহান বেগম। অপর দিকে, উপজেলা প্রশাসনের প্রধান ফটক এলাকায় শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধনে সমিতির সভাপতি মোঃ ইউছুপের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মাস্টার শ্যামল দের পরিচালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, অধ্যাপক ভগীরত দাশ, ঐক্য পরিষদ নেতা তাপস দে, ছাত্রলীগ নেতা তারেকুর রহমান তারেক, শিক্ষক মোঃ মহিউদ্দিন, সমীর দে, আশিষ বসাক, হোসাইন মোঃ ইউছুপ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
×