ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২

দৃশ্যকাব্যের নতুন নাটক ‘বাঘ’

প্রকাশিত: ২১:২৮, ১৪ ডিসেম্বর ২০২০

দৃশ্যকাব্যের নতুন নাটক ‘বাঘ’

স্টাফ রিপোর্টার ॥ দৃশ্যকাব্য নাট্যদলের নতুন নাটক ‘বাঘ’ মঞ্চায়ন হবে শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে ১৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায়। নাটকটি লিখেছেন নাসরিন মুস্তাফা এবং নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। নাটকের কাহিনী সম্পর্কে নির্দেশক জানান, এক বন্ধ ঘরে বন্দী দেখা পেয়েছিল এক বাঘের। মাটির নিচের বন্ধ ঘর, সেখানে বাঘের গর্জন শুনতে পায় সে, টের পায় অদৃশ্যে বাঘটার রাজকীয় চলন। ধাঁধা জাগে মনে, জানতে চায় বাঘ-রহস্যের সবটুকু। বঙ্গবন্ধুকে মুছে ফেলার একদা চলমান প্রচেষ্টার সময়কালীন গল্প এটি। বন্দী আর বাঘের গল্পটার শুরু তখন, যখন এই দেশে বঙ্গবন্ধুর নাম নেয়া ছিল নিষিদ্ধ। আইন করে বন্ধ করা হয়েছিল বঙ্গবন্ধু হত্যার বিচার। ধ্বংস করা হয়েছিল বঙ্গবন্ধুর স্মৃতি, বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্কিত যা কিছু। লিখিত দলিল ধ্বংস হয়েছে দেদার। তাই সত্যিকারের বাঘটার মতোই দেখা মেলে না কাগজে কলমে অনেক কিছুরই। তবে বাঘটার গর্জন যেমন কাঁপিয়ে তুলেছিল বন্ধ কারাগার। একইভাবে মৃত্যুঞ্জয়ী বঙ্গবন্ধু ফিরে এসেছেন আমাদের কাছে। এ নাটকের কুশীলব হলেন-এইচ এম মোতালেব, শাকিল আহমেদ, তাসমী চৌধুরী, শুভসীষ দত্ত তন্ময়, রোমেল শাহ্, সৈয়দ কালিমুল্লাহ, আলিনুর, শরিফুল ইসলাম মামুন, আল ইমরান, শাকিল আহমেদ, আরিফুল ইসলাম ও রোমেল শাহ। আবহসঙ্গীত ইয়াসমিন আলী, গানের কথা ও সুর লিয়াকত আলী লাকী।
×