ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনাকালে ঘ্রাণহীনতা

প্রকাশিত: ২১:৫৫, ৭ ডিসেম্বর ২০২০

করোনাকালে ঘ্রাণহীনতা

* ঘ্রাণ শক্তি লোপ করোনার একটা অন্যতম উপসর্গ বলে স্বীকৃত। * ঘ্রাণ অনুভূতি অনুভূত হয় অলফেকটরি নার্ভ দিয়ে। * এ নার্ভের একটি বিশেষ বৈশিষ্ট্য প্রতিনিয়ত নতুন সৃষ্টি হচ্ছে। * করোনাতে এই অলফেকটরি নার্ভ ক্ষতিগ্রস্ত হয়। * আবার ৬-১০ সপ্তাহে সেটা আবার ঠিক হয়ে যায়। * তবে ভীষণভাবে করোনা আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ৫-৭% রোগীর এই অনুভূতি সহজে আর ফেরত আসে না। * ইতালিতে সংক্রমণে ৭০% অতি আক্রান্ত রোগীর মধ্যে ৬০% এরই ঘ্রাণ অনুভূতি হারিয়ে গিয়েছিল। তা আবার ৫-৬ সপ্তাহে ঠিক হয়ে গিয়েছিল। ৫-১০% রোগীর ক্ষেত্রে সে অনুভূতি ফিরতে অনেক সময় নিয়েছিল। ডাঃ এ টি এম রফিক উজ্জ্বল হলি ফ্যামিলি হাসপাতাল ০১৭১৫২৮৫৫৫৯
×