ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অশীতিপর বৃদ্ধকে হইকোর্টের আগাম জামিন

প্রকাশিত: ০০:১২, ২ ডিসেম্বর ২০২০

অশীতিপর বৃদ্ধকে হইকোর্টের আগাম জামিন

স্টাফ রিপোর্টার ॥ নারী ও শিশু নির্যাতন দমন আইনে যৌতুকের দাবিতে জখম করার মামলায় লালমনিরহটের এক অশীতিপর বৃদ্ধকে আগাম জামিন দিয়েছে হইকোর্ট। বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারওয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার তাকে আগাম জামিন দেয়। আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুল ইসলাম। আইনজীবী ওমর ফারুক জানান, এ মামলায় ময়েন উদ্দিন ও তাজেম উদ্দিনকে হাইকোর্ট আগাম জামিন দিয়েছে। এজাহারে তাজেম উদ্দিনের বয়স ৬০ বছর দেখানো হলেও জাতীয় পরিচয়পত্র মোতাবেক তার বয়স ৮৭ বছর। তবে তাজেম উদ্দিন মনে করেন তার বয়স শত বছরের ওপরে।
×