ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ফারমার্স ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় আসামির জামিন কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল

প্রকাশিত: ২২:৪২, ২ ডিসেম্বর ২০২০

ফারমার্স ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় আসামির জামিন কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল

স্টাফ রিপোর্টার ॥ ফারমার্স ব্যাংক ঋণ জালিয়াতির ঘটনায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আনা অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার মামলায় চার আসামির জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত ব্যক্তির পরিবারকে আপাতত পাঁচ লাখ টাকা করে দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করে আদেশ দিয়েছে আপীল বিভাগ। অন্যদিকে ফরিদপুর পৌরসভা নির্বাচন নিয়ে হাইকোর্টের দেয়া আদেশ স্থগিত করেছে আপীল বিভাগের চেম্বার জজ আদালত। ফলে আগামী ১০ ডিসেম্বর নির্বাচন হতে কোন বাধা থাকল না। মঙ্গলবার আপীল বিভাগ ও হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এ আদেশগুলো প্রদান করেছে।
×