ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারী গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ২১:৪১, ৩০ নভেম্বর ২০২০

সরকারী গাড়ি ফেরত দিলেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার ॥ মন্ত্রী হিসেবে বরাদ্দ পাওয়া সরকারী গাড়ি ফেরত দিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপির। রবিবার মন্ত্রীর দফতর সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সড়ক মন্ত্রীর অনুকূলে পরিবহন পুল থেকে টয়োটা করোলা হাইব্রিড মডেলের ঢাকা-মেট্রো-ভ-১১-১৮০২ নম্বর গাড়িটি বরাদ্দ দেয়া হয়েছিল। কিন্তু মন্ত্রী এই গাড়িটি ব্যবহার করতেন না। তাই রবিবার আনুষ্ঠানিকভাবে গাড়িটি পরিবহন পুলে ফেরত দেয়া হয়েছে। উল্লেখ্য, এর আগেও পরিবহন পুল থেকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর জন্য বিএমডব্লিউ মডেলের ঢাকা মেট্রো-ভ-১১-১৯৪৭ নম্বর গাড়ি বরাদ্দ দেয়া হয়েছিল। সেটিও তিনি ফেরত দিয়েছেন। এছাড়া পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্প থেকে সেতু পরিদর্শনের জন্য ঢাকা মেট্রো-ঘ-১৫-৮৩৪৮ নম্বরের একটি জীপ বরাদ্দ দেয়া হয়েছিল।
×