ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

করোনায় সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী মৃত্যু

প্রকাশিত: ০০:৪৪, ২৭ নভেম্বর ২০২০

করোনায় সাংবাদিক হুমায়ুন সাদেক চৌধুরী মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ সাংবাদিক,সাহিত্যিক হুমায়ুন সাদেক চৌধুরী আর নেই। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। খবর অনলাইনের। জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেয়ায় কয়েকদিন আগে তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার মরদেহ জন্মস্থান চট্টগ্রামের বাঁশখালীর বৈলছড়িতে দাফন করা হবে। হুমায়ুন সাদেক চৌধুরী সাংবাদিকদের সংগঠন ‘ঢাকা সাব-এডিটর্স কাউন্সিল-ডিএসইসি’র সাবেক সভাপতি ছিলেন। চট্টগ্রাম থেকে তার সাংবাদিকতা শুরু। তিনি ঢাকার কয়েকটি দৈনিকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিশু সাহিত্যিক হিসেবে তার জনপ্রিয়তা ছিল। হুমায়ুন সাদেক চৌধুরী ‘এক কিশোরের মন, অচেনা মানুষ অজানা কথা ও সারপ্রাইজ’ নামে তিনটি বই লিখেছেন। তিনি জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন।
×