ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত

প্রকাশিত: ০০:৩৭, ২৭ নভেম্বর ২০২০

বাংলাদেশ-ভারত স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক স্থগিত

জনকণ্ঠ ডেস্ক ॥ আগামী মাসে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকের প্রস্তুতি হিসেবে ২৯ নবেম্বর অনুষ্ঠেয় দুই দেশের স্বরাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি স্থগিত করা হয়েছে। এ বছর ঢাকায় সচিব পর্যায়ের বৈঠকের কথা ছিল এবং বাংলাদেশ প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু বুধবার এক চিঠির মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষ বাংলাদেশে আসার বিষয়ে অপারগতা জানায়। খবর অনলাইনের। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে এ বিষয়ে বলেন, আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু ভারতীয় কর্তৃপক্ষের অনিবার্য সমস্যার কারণে বৈঠকটি হচ্ছে না। ১৭ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠকের আগে সচিব পর্যায়ের বৈঠক হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, সম্ভাবনা কম। তবে আমাদের মধ্যে সব সময়ে যোগাযোগ আছে। ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছেন জানিয়ে তিনি বলেন, অন্য সব বিষয় নিয়ে যোগাযোগ অব্যাহত আছে।
×