ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসবে আজ

প্রকাশিত: ২৩:০১, ২৭ নভেম্বর ২০২০

পদ্মা সেতুর ৩৯তম স্প্যান বসবে আজ

সংবাদদাতা, মুন্সীগঞ্জ, ২৬ নবেম্বর ॥ পদ্মা সেতুর ৩৯তম স্প্যান খারাপ আবহাওয়া, কারিগরি জটিলতা না থাকলে শুক্রবার বসানো হবে। মাওয়া প্রান্তের ১০ ও ১১ নং পিলারের ওপর স্প্যানটি বসানোর পর দৃশ্যমান হবে মূল সেতুর পাঁচ হাজার ৮৫০ মিটার। ৩৮তম স্প্যান বসানোর পাঁচদিন পর ৩৯তম স্প্যানটি বসানো হচ্ছে। আর এটি বসানোর পর বাকি থাকবে দুটি স্প্যান যা ৩০০ মিটার। শুক্রবার সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডের স্টক জেটি থেকে সম্পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকা ধূসর রঙের ১৫০ মিটার লম্বা তিন হাজার ১৪০ টন ওজনের ৩৯তম স্প্যানটি নিয়ে ক্রেনবাহী জাহাজ ‘তিয়ান ই’ রওয়ানা হবে। স্প্যানটি নির্ধারিত পিয়ারের নিকট নিয়ে আসা, মূল নদীতে ভাসমান ক্রেনের নোঙ্গর করা, স্প্যানটিকে নির্ধারিত উচ্চতায় তোলা, বেয়ারিং-এর ওপর রাখার কয়েকটি ধাপের কাজ করেই স্প্যানটি আজ বসানো হবে বলে দায়িত্বশীল প্রকৌশলীরা জানান। তবে প্রাকৃতিক কারণ বাধা হয়ে দাঁড়ালে পরদিন শনিবার বসানো হবে। এর আগে ২১ নবেম্বর ৩৮তম স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের ১ ও ২ নং পিয়ারের ওপর বসিয়ে নদীর সঙ্গে ডাঙ্গার বন্ধন সৃষ্টি করেছে। এ স্প্যানটি বসাতে প্রস্তুতি ও সতর্কতা দুটিকেই প্রাধান্য দিয়ে সেতুর প্রকৌশলীরা সম্ভাব্য সকল পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানান পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান আব্দুল কাদের।
×