ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গোলাম রব্বানী হত্যা : আপীলেও জামিন পাননি নাসের চৌধুরী

প্রকাশিত: ১৭:৪৬, ২৪ নভেম্বর ২০২০

গোলাম রব্বানী হত্যা : আপীলেও জামিন পাননি নাসের চৌধুরী

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলার সাক্ষী কমোডর (অব.) গোলাম রব্বানী হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামি আবু নাসের চৌধুরীকে জামিন দেননি আপীল বিভাগ। তবে, তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। তার চিকিৎসা শেষে আবার তাকে কারাগারে ফেরত পাঠাতে বলা হয়েছে। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। তার জামিন আবেদন নিষ্পত্তি করে আদেশের নির্ধারিত দিনে মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগের ৪ সদস্যের বিচারকের বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন- এ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এ্যাটর্নি জেনারেল বশির আহমেদ। জামিন আবেদনের পক্ষে ছিলেন- আইনজীবী নজরুল ইসলাম চৌধুরী।এর আগে গত ১৫ নবেম্বর আপীল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তার আবেদনটি শুনানির জন্য আপিল বেঞ্চে পাঠিয়েছেন।
×