ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাবিনা ইয়াসমিনের ‘সুখের অসুখ’

প্রকাশিত: ২০:০৫, ২৩ নভেম্বর ২০২০

সাবিনা ইয়াসমিনের ‘সুখের অসুখ’

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলা গানের জীবন্ত কিংবদন্তী সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দেশাত্মবোধক গান থেকে শুরু করে বাংলা গানের বিভিন্ন ধারায় তার সরব বিচরণ। মায়াবী কণ্ঠকারুর জন্য সাবিনা ইয়সমিনের খ্যাতি বিশ্বব্যাপী। তার কণ্ঠে ঠাঁই পেয়ে কালজয়ী হয়েছে অসংখ্য গান। অন্যদিকে হালের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। প্রচারবিমুখ এই শিল্পী বেশ নীরবেই কাজ করেন। প্রথমবারের মতো মোমিন বিশ্বাসের সুরে গাইলেন প্রথিতযশা সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। মোমিন বিশ্বাসের সুরে ও তারই সঙ্গে দ্বৈতভাবে গাওয়া এ গানের শিরোনাম ‘সুখের অসুখ’। শনিবার (২১ নবেম্বর) সন্ধ্যায় রাজধানী রামপুরার একটি স্টুডিওতে দ্বৈতকণ্ঠের এ গানটিতে কণ্ঠ দেন সাবিনা ইয়াসমিন ও মোমিন বিশ্বাস। কিছু কিছু সুখ আছে সুখী হতে চায় না/কিছু কিছু দুঃখ আছে দুঃখের ভাগ নেয় না- এমন কথার ‘সুখের অসুখ’ শিরোনামের গানটি প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, মোমিন খুব মেধাবী ছেলে। খুবই চমৎকার সুর করেছে গানটির। আমার সঙ্গে গেয়েছেও বেশ ভাল। শুনেছি, গানটা নিয়ে বেশ ভাল পরিকল্পনা রয়েছে আয়োজকদের। মিউজিক্যাল ফিল্ম আকারে ছাড়বে। কথা, সুর ও গায়কী মিলিয়ে গানটা ভাল হয়েছে। তিনি যোগ করে জনকণ্ঠকে বলেন, মোমিন গানটির কথা বলতে না করতে পারিনি। ওরে অত্যন্ত পছন্দ করি এবং মোমিনের প্রতি আস্থা আছে যার জন্য প্রথমবার মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দিয়েছি। মোমিন এন্ড্রু কিশোরের খুব কাছের মানুষ। একদিন এন্ড্রু বলল, আপা মোমিনকে দেইখা রাইখেন ও সুন্দর গান করে। দেখবেন ও (মোমিন) একদিন ভাল করবে। প্রচণ্ড রকমের কিশোরকে ভালবাসত মোমিন। সিঙ্গাপুর একটি অনুষ্ঠান করতে গিয়ে উপলব্ধি করি- মোমিনকে কিশোর কি পরমিাণ ভালবাসে, দেখে অবাক হই। একটা ঘটনার কথা না বললেই নয় যে, দেশের বাইরে যেতে মোমিনের ভিসা জটিলতা হচ্ছে সেটা নিয়ে বারবার কিশোর কল করেছে। আমি তখন তাকে বলেছিলাম, মোমিন না যেতে পারলে আমরা কেউ যাব না। শুনে খুব খুশি হয়েছিল। আজ কিশোর বেঁচে থাকলে খুব খুশি হতো। ভীষণ ওর কথা মনে পড়ছে। গানটির সুরকার ও গায়ক মোমিন বিশ্বাস বলেন, আমার জন্য এটা নিঃসন্দেহে বিরাট একটা প্রাপ্তি! যার গান শুনে বড় হয়েছি, গান গাওয়ার দুঃসাহস করেছি- সেই কিংবদন্তি সাবিনা ইয়াসমিনের সঙ্গে গাইতে পারাটা অনেক বড় একটা অর্জন! অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আপার প্রতি এবং ধন্যবাদ জানাই গীতিকবি শেখ নজরুলের প্রতি এমন একটি কাজে আমাকে সম্পৃক্ত করার জন্য।
×