ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রী পাবনায় ‘স্বাধীনতা চত্বর’ উদ্বোধন করবেন আজ

প্রকাশিত: ২৩:০০, ২২ নভেম্বর ২০২০

প্রধানমন্ত্রী পাবনায় ‘স্বাধীনতা চত্বর’ উদ্বোধন করবেন আজ

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২১ নবেম্বর ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনায় ‘স্বাধীনতা চত্বর’ উদ্বোধন করবেন রবিবার। প্রধানমন্ত্রী সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাধীনতা চত্বর উদ্বোধন করবেন। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মরণে বেসরকারী উদ্যোগে এক কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে পাবনা টাউন হল ময়দানে দৃষ্টিনন্দন এ স্বাধীনতা চত্বর নির্মাণ করা হয়েছে। স্বাধীনতা চত্বর উদ্বোধনী উপলক্ষে সাজ-সজ্জাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সূত্র জানায়, পাবনা স্বাধীনতা চত্বর উত্তরবঙ্গ তথা দেশের অন্যতম স্বাধীনতা চত্বর যেখানে প্রতিটি ইট-পাথরের নক্সায় মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম ও বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাস রয়েছে। স্বাধীনতা চত্বরের প্রধান মঞ্চের দৈর্ঘ্য ৪৬ ফুট, প্রস্থ ৪০ ফুট এবং উচ্চতা ২০ ফুট। যার দু’পাশে দুটি গ্রীনরুম ও টয়লেটসহ ওয়াশরুম রয়েছে। যার দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ২৪ ফুট। মাঠের দৈর্ঘ্য ১১৮ ফুট ও প্রস্থ ১১৭ ফুট। যার তিনদিকে দুই স্তরের বসার গ্যালারি রয়েছে। মাঠের উত্তর-পূর্ব অংশে প্রবেশ ফটক দক্ষিণ ও পূর্ব অংশে ছোট একটি দরজা রয়েছে। উদ্যোক্তারা জানান, মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্নে সারাদেশের মধ্যে পাবনা প্রথম হানাদার মুক্ত হয়। এখানেই জেলার প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন করা হয়। মহান মুক্তিযুদ্ধের এ চেতনা লালন করেই পাবনা টাউন হলে নির্মাণ করা হয়েছে একটি অত্যাধুনিক বিশাল মঞ্চ। স্কয়ার গ্রুপের অন্যতম পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর নেতৃত্বে স্থানীয় স্বাধীনতার পক্ষের মানুষের অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে। স্বাধীনতা চত্বর বাস্তবায়ন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা পৌর মেয়র কামরুল হাসান মিন্টু প্রমুখ। পাবনার স্বাধীনতা চত্বর নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ঘটাবে বলে উদ্যোক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন। স্কয়ার গ্রুপের পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ২০১৮ সালের ৩০ জুলাই স্বাধীনতা চত্বর নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
×