ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিশোরগঞ্জে তামাকজাত দ্রব্যের ব্যবহাররোধে মতবিনিময়

প্রকাশিত: ১৬:০৯, ২১ নভেম্বর ২০২০

কিশোরগঞ্জে তামাকজাত দ্রব্যের ব্যবহাররোধে মতবিনিময়

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জনসাধারণের স্বাস্থ্যগত ঝুঁকি কমাতে ধুমপানসহ তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ করতে হবে। কেননা বাংলাদেশে প্রতি বছর লাখ লাখ মানুষ তামাকজাত দ্রব্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এর মধ্যে ১ লাখ ৬১ হাজার দুইশতেরও বেশি মানুষ মারা যাচ্ছে। এ ক্ষেত্রে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্টপোষকতা বা প্রণোদনা বন্ধ হলে তা কার্যকর ফল বয়ে আনবে, যা তামাকজাত দ্রব্যের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমাতে ভূমিকা রাখবে। শনিবার সকালে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শহরের কালীবাড়ি মার্কেটে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণে সাংবাদিকদের করণীয় বিষয়ে এক মতবিনিময় সভায় আলোচকেরা এসব কথা বলেন। নাটাব-জেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলুর সভাপতিত্বে সভায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান সম্পর্কে বিশদ আলোকপাত করেন নাটাব প্রজেক্ট ম্যানেজার ফিরোজ আহমেদ। এছাড়াও বক্তৃতা করেন এ্যাডভোকেট শেখ মাসুদ ইকবাল, সাংবাদিক সোহেল চৌধুরী, লেখক ও কর আইজীবী মাজহার মান্না প্রমুখ। এ সময় নাটাবের কিশোরগঞ্জের ফিল্ড অফিসার আমিরুল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বক্তাগণ ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি বিবেচনায় রেখে তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। কিন্তু এ ব্যাপারে প্রথমে নিজেদের সচেতন হবে। ব্যক্তি, পরিবার ও সামাজিক সচেতনতার মাধ্যমে তামাকজাত দ্রব্যের ব্যবহার থেকে আমাদের সরে আসতে হবে। এক্ষেত্রে জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
×