ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইরফান সেলিম জাহিদ ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ২২:২৭, ৯ নভেম্বর ২০২০

ইরফান সেলিম জাহিদ ৫ দিনের রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোঃ জাহিদকে চকবাজার থানায় হওয়া অস্ত্র ও মাদক মামলায় ৫ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম অস্ত্র মামলায় তাদের তিনদিন করে এবং মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার মাদক মামলায় দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গত ২৭ অক্টোবর তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি করে পৃথক চারটি মামলা দায়ের করে র‌্যাব। গত ২৯ অক্টোবর এসব মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ দেলোয়ার হোসেন অস্ত্র ও মাদক আইনে দুজনের বিরুদ্ধে দুটি করে চারটি মামলায় তাদের গ্রেফতার দেখানোসহ প্রত্যেকের ১৪ দিন করে রিমান্ড চান। সেই আবেদনের শুনানি নিয়ে রবিবার গ্রেফতার দেখানোসহ তাদের অস্ত্র মামলায় তিনদিন এবং মাদক মামলায় দুদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।
×