ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চারবার পেজ হ্যাক ॥ কাজী নিশাতের এগিয়ে চলা

প্রকাশিত: ২০:০৮, ৭ নভেম্বর ২০২০

চারবার পেজ হ্যাক ॥ কাজী নিশাতের এগিয়ে চলা

আইটি ডট কম প্রতিবেদক ॥ উদ্যোক্তা হয়ে যখন থেকে শুরু করেছিলেন কাজী নিশাত, খুব দ্রুতই পণ্যের কারণে প্রশংসা ছড়িয়ে পড়েছিল অনলাইন দুনিয়ায়। অবাক করা তথ্য হচ্ছে, ২০১৪ তে পেজ খোলার পর থেকে এখন পর্যন্ত চারবার তার পেজ হয়েছে হ্যাক! এত্ত বাঁধা যখন তার সঙ্গী, ঠিক তখনও একলা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তরুণ উদ্যোক্তা কাজী নিশাত। কাজী নিশাত এবার আবারও তৈরি করেছেন অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান ‘স্টাইলিশ শপিং বাই নিশাত ’ এর ফেসবুক পেজ। ২০১৪ সালের জানুয়ারিতে, মাত্র ৩৫০০ টাকা মূলধন নিয়ে ‘স্টাইলিশ শপিং’-এর পথচলা শুরু। প্রথম প্রথম বিভিন্ন রকমের জুয়েলারি প্রোডাক্ট সেল করলেও গত বছরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত লেডিস হ্যান্ড ব্যাগ সেল করে আসছেন নিশাত। ব্যবসার শুরুটা যদিও পড়ালেখার পাশাপাশি হয়েছিল, তবে, ইডেন মহিলা কলেজ থেকে মার্কেটিং এ অনার্স ও মাস্টার্স শেষ করেন কাজী নিশাত। বর্তমানে তিনি পুরোপুরি নিজেকে নিয়োজিত করেছেন তার ব্যবসায়। যেহেতু অনলাইন বিজনেস বিশ্বস্ততার উপর অনেক বেশি নির্ভরশীল তাই শুরু থেকেই অর্ডার পাওয়া থেকে ক্রেতার কাছে ব্যাগ পৌঁছে দেয়া পর্যন্ত সর্বোচ্চ স্বচ্ছতা ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছেন নিশাত। ক্রেতাকে সাশ্রয়ী মূল্যে ভাল একটি পণ্য প্রদান করতে চেষ্টা করেছেন সর্বদা। নিশাত মনে করেন, আমার পেজগুলো হ্যাক না হলে আমার পেজের সদস্য সংখ্যা থাকত দশ লাখের কাছাকাছি। মানুষের কাছে আমার যেমন চাওয়া-পাওয়ার কিছু নেই, পেয়েছি অসংখ্য ক্রেতার ভালবাসা। তিনি মনে করেন, এটি সম্ভব হয়েছে সততার কারণে। দেশের বাইরে থেকে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ ইম্পোর্ট করে সুলভ মূল্যে প্রদান এবং সেই সঙ্গে উন্নত মানের হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছেন নিশাত। শুধু তাই নয়, ঢাকার বাইরের ক্রেতাদের সুবিধার জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্যাগ প্রদান করে থাকেন তিনি। সুতরাং দেশের ৬৫টি জেলাতেই রয়েছে স্টাইলিশ শপিংয়ের সম্মানিত ক্রেতা। শুরুর পথটা মসৃণ না হলেও পরিবার ও আশপাশের বন্ধুবান্ধবদের অশেষ সহায়তায় কাজ অনেকখানি সহজ হয়ে গেছে। বলছিলেন, বাবা কাজী সাজ্জাদ হোসেন সাহেবের কথা। শুরু থেকেই বাবার উৎসাহ ও সাহস পেয়ে আসছেন তিনি। সেই সঙ্গে শ্বশুরবাড়ি ও স্বামীর ছিল অপরিসীম সহযোগিতা। যার জন্যই শত প্রতিকূলতা পেরিয়ে স্টাইলিশ শপিং বাই নিশাতকে তার নিজস্ব একটি জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। শুরু থেকে এখন পর্যন্ত সব কাজ যেমন, অর্ডার নেয়া, অর্ডার প্লেস করা, ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেশন, ডেলিভারি ফলো আপ করা ইত্যাদি নিজ হাতেই করেন নিশাত। স্টাইলিশ শপিং পুরদস্তুর অনলাইন বিজনেস প্রতিষ্ঠান। তবে স্বপ্ন শুধু এখানেই আটকে নেই। অনলাইনের পাশাপাশি শো-রুম ও ভবিষ্যতে পুরোপুরি লেডিস হ্যান্ডব্যাগ তৈরির কারখানা প্রতিষ্ঠা করার ইচ্ছা আছে নিশাতের, যেন দেশেই ভাল মানের ব্যাগ তৈরি হয় এবং সাধারণ ক্রেতা যেন সুলভ মূল্যে সেই সব ব্যাগ ব্যবহার করতে পারেন। পেজের ফেসবুক লিংক- https://www.facebook. com/SSBYNISHAT/
×