ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার বছরেও ৭ মামলার চার্জশীট দিতে পারেনি পুলিশ

প্রকাশিত: ২১:২০, ১ নভেম্বর ২০২০

চার বছরেও ৭ মামলার চার্জশীট দিতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ নাসিরনগরে হিন্দু পল্লীতে হামলার ৪ বছরেও ৭টি মামলার অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। ২০১৬ সালের ৩০ অক্টোবর নাসিরনগরে হরিপুর গ্রামের রসরাজ দাসের ফেসবুক আইডি থেকে পবিত্র কাবা শরীফের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে তা-ব চালানো হয় বাড়ি-ঘর ও মন্দিরে। এর পর ৩, ৪ এবং সর্বশেষ ১৩ নবেম্বর ধারাবাহিকভাবে সেখানকার হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিসংযোগের ঘটনায় ৫টি, ভাংচুরের ঘটনায় ২টিসহ সব মিলিয়ে ৮টি পৃথক মামলা হয়। পরে গ্রেফতার করা হয় হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখিসহ ১২২ জনকে। ইতোমধ্যে ১টি মামলার চার্জশীট দেয়া হলেও বাকি ৭টি মামলার চার্জশীট এখনও দেয়া হয়নি। অন্যদিকে সরকারসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগে কিছুদিনের মধ্যেই স্বাভাবিক অবস্থা ফিরে আসে সেখানে। ক্ষতিগ্রস্ত গৌড় মন্দির সংস্কারসহ এর পাশেই আরও ২ টি নতুন মন্দিরও নির্মাণ করা হয়েছে। বর্তমানে সেখানে সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় রয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিচুর হক জানান, পর্যায়ক্রমে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয়া হবে।
×