ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজবাড়ী-ভাঙ্গা আন্তঃনগর মধুমতি ট্রেন চলাচল শুরু

প্রকাশিত: ১৫:৪৩, ৩০ অক্টোবর ২০২০

রাজবাড়ী-ভাঙ্গা আন্তঃনগর মধুমতি ট্রেন চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, রাজবাড়ী ॥ রুট পরিবর্তন করে আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজবাড়ী রেল স্টেশন থেকে গোয়ালন্দ ঘাট না গিয়ে আজ থেকে ফরিদপুর জেলার ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু করেছে। রাজবাড়ী থেকে ৬৪ কিলোমিটার দূরত্বে ভাঙ্গা যেতে ট্রেনটির সময় লাগবে এক ঘণ্টা ২০ মিনিট। রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস টেনটি চালুর শুরু থেকে রাজশাহী থেকে রাজবাড়ী হয়ে গোয়ালন্দ ঘাট পর্যন্ত ট্রেনটি চলাচল করতো। রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাম্প্রতিক সময়ে ফরিদপুর জেলার ভাঙ্গা রুটের গুরুত্ব বিবেচনা করে রুট পরিবর্তন করে ট্রেনটি রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাট না যেয়ে রাজবাড়ী থেকে ভাঙ্গা পর্যন্ত চলাচলের সিদ্ধান্ত নিয়েছে। নতুন সময়সূচীতে ট্রেনটি সকাল আটটায় রাজশাহী থেকে ছেড়ে রাজবাড়ী পৌছাবে ১২টা ৩০ মিনিটে। ১২টা ৪০ মিনিটে রাজবাড়ী থেকে ছেড়ে ভাঙ্গা পৌছাবে দুপুর দুইটায়। ভাঙ্গা থেকে দুপুর দুইটা ২৫ মিনিটে ছেড়ে রাজবাড়ী পৌছাবে তিনটা ৩৮ মিনিটে এবং রাজবাড়ী থেকে পুনরায় ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাবে তিনটা ৪৩ মিনিটে।
×