ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ ভারতের

প্রকাশিত: ২৩:১৬, ৩০ অক্টোবর ২০২০

অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ ভারতের

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশের সঙ্গে বৃহত্তর অর্থনৈতিক অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। দেশের অটোমোবাইল, হাল্কা প্রকৌশল, কৃষি যন্ত্রপাতি এবং এ্যাকটিভ ফার্মাসিউটিক্যালস ইনগ্রেডিয়েন্স (এপিআই) শিল্প খাতে ভারতীয় উদ্যোক্তাদের দীর্ঘ অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হলে উভয় দেশ লাভবান হবে। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সভাকক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। ওই সময় শিল্পমন্ত্রী জানান, ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অনেক শক্তিশালী। তবে দু’দেশের উদ্যোগে দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন অভিযাত্রায় অংশীদারিত্ব জোরদারে অগ্রাধিকারভিত্তিতে কাজ করতে আগ্রহী ভারত। হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল ॥ অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে যে সমৃদ্ধ ও বৈচিত্র্যময় তাঁত, বস্ত্র ও কারুশিল্প বিকশিত হয়েছে। দেশীয় বাজারের ক্রেতাদের কাছে সেগুলোকে আরও বিস্তৃত পরিসরে পৌঁছে দিতে হবে। ভার্চুয়াল প্ল্যাটফর্মে এসএমই ফাউন্ডেশন এবং এ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশ (এএফডিবি) আয়োজিত হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল ২০২০-সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শিল্পমন্ত্রী এ আহ্বান জানান।
×