ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের দাবিতে ঢাবি উন্নয়ন ফি কমলো অর্ধেক

প্রকাশিত: ১৮:১২, ২৯ অক্টোবর ২০২০

ছাত্রলীগের দাবিতে ঢাবি উন্নয়ন ফি কমলো অর্ধেক

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিভাগীয় উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন। এর আগে উন্নয়ন ফি প্রত্যাহারসহ তিন দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছিল ঢাবি ছাত্রলীগ। ঢাবি প্রশাসন বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে বলে জনকন্ঠকে নিশ্চিত করেছেন ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে চলমান কোভিড মহামারী বিবেচনায় আমরা ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছি। গত ২১ অক্টোবর বিশ^বিদ্যালয়ের উন্নয়ন ফি সংক্রান্ত তিন দফা দাবি নিয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে স্মারকলিপি প্রদান করেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। দাবিগুলো ছিল: চলতি শিক্ষাবর্ষে উন্নয়ন ফি সম্পূর্ণ প্রত্যাহার, উন্নয়ন ফি সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন এবং নীতিমালা না হওয়ার আগ পর্যন্ত পরবর্তী শিক্ষাবর্ষ থেকে উন্নয়ন ফি ৫০ শতাংশ কমানো। ঢাকা বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে ডাকসুর সদ্য সাবেক এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন জনকন্ঠকে বলেন, উন্নয়ন ফি কমানোতে আমরা প্রশাসনের কাছে বিভিন্ন সময় দাবি জানিয়েছি। ডাকসু নির্বাচনের সময়েও আমাদের ইশতিহারে এই প্রতিশ্রুতি দিয়েছিলাম। কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে উন্নয়ন ফি কমিয়েছে। এছাড়া, কর্তৃপক্ষ বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে উন্নয়ন ফি সংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি করা হবে আশ্বাস পেয়েছি।
×