ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

নওগাঁয় পুর্নবাসিত ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের লভ্যাংশ বিতরণ

প্রকাশিত: ১৭:৪৫, ২৯ অক্টোবর ২০২০

নওগাঁয় পুর্নবাসিত ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের লভ্যাংশ বিতরণ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ আমার বাড়ি, আমার খামার প্রকল্পের মাধ্যমে নওগাঁয় পুর্নবাসিত ভিক্ষুকদের বিকল্প কর্মসংস্থানের লভ্যাংশ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এসব লভ্যাংশ বিতরণ করেন রাজশাহী বিভাগীয় কমিশনার মোঃ হুমায়ন কবীর খোন্দকার। বৃহস্পতিবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে সদর উপজেলা প্রশাসন এর আয়োজনে করে। এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো: হারুনুর রশিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আ,খ,ম আব্দুল্লাহেল বাকী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সদর উপজেলার নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, জেলা সমাজসেবা অফিসার নূর মোহাম্মাদ, আমার বাড়ি আমার খামার প্রকল্পের জেলা সমন্বয়ক পল্লব কুমার সরকার, সদর উপজেলা সম্বন্বয়ক মনোয়ার হোসেন প্রমুখ । পরে প্রধান অতিথি ৪৪ জন পূর্নবাসিত ভিক্ষুকদের মাঝে ২ হাজার করে মোট ৮৮ হাজার টাকা, ডিটারজিং পাউডার, হুইল পাউডার, মাস্ক বিতরন করেন। এসময় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×