ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শর্তসাপেক্ষে আট সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী

প্রকাশিত: ২৩:১২, ২১ অক্টোবর ২০২০

শর্তসাপেক্ষে আট সপ্তাহের আগাম জামিন পেলেন নিক্সন চৌধুরী

স্টাফ রিপোর্টার ॥ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় হাইকোর্ট থেকে শর্তসাপেক্ষে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী (নিক্সন চৌধুরী)। এদিকে দুই অতিরিক্ত এ্যাটর্নি জেনারেল এ্যাডভোকেট মুরাদ রেজা ও এ্যাডভোকেট মোঃ মমতাজ উদ্দিন ফকিরের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরীকে জামিন দিয়েছে আদালত। আদালত বলেছে, ‘মামলা তদন্তের ক্ষেত্রে সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। স্থানীয় প্রশাসনকে কোন ধরনের ভয়ভীতি দেখান যাবে না। মামলার তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করবেন জামিন আবেদনকারী (নিক্সন চৌধুরী)। বিচারপতি শেখ মোঃ জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ মঙ্গলবার দুপুর দেড়টায় শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন।
×