ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাদকের বিরুদ্ধে কথা বলায় অধ্যাপকের ওপর হামলা

প্রকাশিত: ২০:২০, ১৯ অক্টোবর ২০২০

মাদকের বিরুদ্ধে কথা বলায় অধ্যাপকের ওপর হামলা

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মাদকের বিরুদ্ধে কথা বলায় উখিয়ার শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলম ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে আহত হয়েছেন উখিয়া চাকবৈঠার ২৮তম বিসিএস শিক্ষা ক্যাডার কর্মকর্তা ও গাছবাড়িয়া সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোজাফফর আহমদ। তিন ওই এলাকার এনামুল হকের পুত্র। শনিবার রাত সাড়ে ১০টায় হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায়। এ ঘটনায় মোজাফফর আহমদের পিতা বাদী হয়ে উখিয়া থানায় অভিযোগ দিয়েছেন। আহত মোজাফফর আহমদের ছোট ভাই গয়ালমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জানান, কোভিড-১৯ এর কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে বড় ভাই বাড়িতে অবস্থান করছে। এই সুবাধে তিনি গ্রামের সাধারণ মানুষকে ইয়াবা, মাদক ও অপরাধ কর্মকান্ড বন্ধের বিষয়ে দোকান-পাটে বসে কথাবার্তা বলতেন। যার ফলে গ্রামের খারাপ প্রকৃতির লোকেরা তার উপর ক্ষোভ করে আছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে পার্শ¦বর্তী ফাতেমা বেগম নামে এক মহিলার লাশ দেখে ফেরার সময় আগে থেকে মদ্যপান অবস্থায় উৎপেতে থাকা চাকবৈঠার মৃত ছৈয়দ কাশেম চৌধুরীর পুত্র একাধিক মামলার আসামি শীর্ষ মাদক কারবারি জাহাঙ্গীর আলম, তার স্ত্রী ছেনুয়ারা বেগম, আজিজুর রহমানের পুত্র মনজুর আলম, আবুল হোসনের পুত্র সাদ্দাম হোসেন এবং গয়ালমারার আবু তাহেরের পুত্র মনজুর আলম অতর্কিত হত্যার উদ্দেশে হামলা চালিয়ে গুরুতর আহত করে।
×