ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভিয়েতনামে ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ১৭

প্রকাশিত: ২০:০৭, ১৯ অক্টোবর ২০২০

ভিয়েতনামে ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ১৭

ভিয়েতনামের মধ্যাঞ্চলে রবিবার ভোরের দিকে বড় ধরনের ভূমিধসে পাঁচ সৈন্য প্রাণ হারিয়েছে। নিখোঁজ ১৭ জনের সন্ধানে জোর তৎপরতা চলছে। দেশটির কোয়াং ত্রি’র এক সেনা ব্যারাকে এ ভূমিধস হয়। অক্টোবরের শুরুর দিকে ভারি বৃষ্টিপাতের কারণে বন্যা ও ভূমিধস শুরু হয়েছে দেশটিতে। এর ফলে দেশটির মধ্যাঞ্চলে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ভিয়েতনাম সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়েছে, কোয়াং ত্রিতে চতুর্থ মিলিটারি অঞ্চলের একটি ইউনিটের ব্যারাকে রবিবার সকালের দিকে ভূমিধস হয়। কয়েক দিন আগে পার্শ্ববর্তী থুয়া থিয়েন হুউ প্রদেশে ভূমিধসে ১৩ জনের মৃত্যু হয়, যাদের অধিকাংশই সেনা সদস্য। -রয়টার্স।
×