ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ৯১ লাখ টাকা আত্মসাত মামলায় সাহেদ চার দিনের রিমান্ডে

প্রকাশিত: ২১:৩৯, ১২ অক্টোবর ২০২০

চট্টগ্রামে ৯১ লাখ টাকা আত্মসাত মামলায় সাহেদ চার দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রতারণার মাধ্যমে ৯১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোঃ সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চট্টগ্রামের একটি আদালত। ঢাকার রাস্তায় ২শ’ অটোরিক্সা চলাচলের রুট পারমিট পাইয়ে দেয়ার কথা বলে চট্টগ্রামের এক ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে এ অর্থ হাতিয়ে নিয়েছিল আলোচিত সাহেদ। রবিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সফিউদ্দিনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে আরেকটি আদালতের নির্দেশে সাহেদকে প্রতারণার এ মামলায় গ্রেফতার দেখানো হয়। আদালত সূত্রে জানা যায়, মামলাটি দায়ের করেন চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান ‘মেগা মোটরস’ নামের একটি গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী জিয়া উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের পক্ষে এ মামলায় বাদী হন তার চাচাত ভাই সাইফুদ্দিন মহসিন। এতে নগদ এবং চেকের মাধ্যমে অর্থ গ্রহণের অভিযোগ আনা হয়। সিএমপির ডবলমুরিং থানায় গত ১৩ জুলাই দায়ের করা এ মামলার বিবরণে জানা যায়, ঢাকার রাস্তায় ২শটি অটোরিক্সা চলাচলের জন্য বিআরটিএ থেকে রুট পারমিট সংগ্রহ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম মোট ৯১ লাখ ২৫ হাজার টাকা আত্মসাত করেন।
×