ঢাকা, বাংলাদেশ   শনিবার ১০ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করছে সরকার ॥ আইনমন্ত্রী

প্রকাশিত: ১৩:২৩, ৭ অক্টোবর ২০২০

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের বিষয়টি বিবেচনা করছে সরকার ॥ আইনমন্ত্রী

অনলাইন রিপোর্টার ॥ আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। বুধবার (৭ অক্টোবর) সকালে নিজ বাসা থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার পর সময় সাংবাদিকদের তিনি এ কথা জানান। আইনমন্ত্রী বলেন, ‘যেহেতু জনগণের পক্ষ থেকে দাবি ওঠেছে ধর্ষণের শাস্তি যাবজীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার, সেহেতু এটা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। কারণ আইন মানুষের জন্য।’ উল্লেখ্য, নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন এবং সারা দেশে ধর্ষণ ও নারী-শিশু নির্যাতন বেড়ে যাওয়ার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় জেলায় কয়েকদিন ধরে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন।
×