ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বিশ্বে করোনায় মৃত্যু দশ লাখ ছাড়াল

প্রকাশিত: ২৩:১৯, ২৯ সেপ্টেম্বর ২০২০

বিশ্বে করোনায় মৃত্যু দশ লাখ ছাড়াল

জনকণ্ঠ ডেস্ক ॥ বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে নয় মাসে মৃতের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে। আর ভারতে সংক্রমণ ৬০ লাখের মাইলফলক পার করেছে। সারাবিশ্বে সোমবার পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে তিন কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৬০০ জন। মারা গেছেন দশ লাখ ৪ হাজার ৬০৭ জন। সুস্থ হয়েছেন দুই কোটি ৪৭ হাজার ৬৫ হাজার ৮৭১ জন। চিকিৎসাধীন আছেন ৭৬ লাখ ৮৩ হাজার ৮২৭ জন। যাদের মধ্যে ৬৫ হাজার ৫৮ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন দুই লাখ ৫১ হাজার ৯০৩ জন। একদিনে মারা গেছেন তিন হাজার ৮৭৩ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, এএফপি, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার ডট ইনফোর। ভারতে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে গেছে আর মৃত্যু হয়েছে ৯৫ হাজারের বেশি লোকের। সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্যে দেখা গেছে, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ৮২ হাজার ১৭০ জনের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এতে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ লাখ ৭৪ হাজার ৭০২ জনে। কোভিড-১৯ এ শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে আরও এক হাজার ৩৯ জনের মৃত্যু হয়েছে। এতে মহামারীতে মোট মৃত্যুর সংখ্যা ৯৫ হাজার ৫৪২ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ৫০ লাখ ১৬ হাজার ৫২০ রোগী সুস্থ হয়েছেন। মোট আক্রান্তের ৮২ শতাংশই সুস্থ হয়ে উঠেছেন। এ সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। চীনে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার এক বছরের কম সময়ের মধ্যে বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। প্রাণঘাতী ওই ভাইরাসে মৃত্যু ১০ লাখ ছাড়িয়ে গেছে। বিশ্ব অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া করোনা মহামারী ভূরাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি, লাখ লাখ মানুষের প্রাণহানির কারণ হয়ে দাঁড়িয়েছে। করোনার তাণ্ডব চলছে ভারতের বস্তি থেকে ব্রাজিলের গহিন অরণ্য আমাজন ও যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে। করোনার ভয়াল ছোবল থেকে রেহাই মিলছে না কারও। মহামারীর বিধি-নিষেধ মানুষকে ঘরবন্দী হতে বাধ্য করায় থমকে গেছে বিশ্বের বড় বড় ক্রীড়া ও বিনোদন অনুষ্ঠান। করোনার বিস্তার ঠেকাতে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়ায় ভ্রমণপিপাসুরাও আটকা রয়েছেন চার দেয়ালের মাঝে। করোনাভাইরাসের বিস্তারের গতি ধীর করতে গত এপ্রিলে মানবজাতির অর্ধেক অর্থাৎ প্রায় ৪০০ কোটি মানুষ লকডাউনের বেড়াজালে আটকা পড়েন। লকডাউনের বিধি-নিষেধ শিথিল কিংবা প্রত্যাহার করে নেয়ার পর বিশ্বজুড়ে আবারও এই ভাইরাসের প্রকোপ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে প্রাণহানিও। আন্তর্জাতিক সময় রাত সাড়ে ১০টায় বিশ্বজুড়ে করোনায় প্রাণহানির সংখ্যা ১০ লাখ ৯ জনে পেঁছায়। এছাড়া এই সময়ে আক্রান্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩০ লাখ ১৮ হাজার ৮৭৭ জনে দাঁড়ায়। বিশ্বে এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনার সংক্রমণ দ্রুতগতিতে আবারও বাড়তে শুরু করেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৭০ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। এতে মারা গেছেন ২ লাখ ৯ হাজারের বেশি। যুক্তরাষ্ট্রের পর করোনায় প্রাণহানির শীর্ষে থাকা ব্রাজিলে এক লাখ ৪১ হাজার ৭৭৬ জন, ভারতে ৯৫ হাজার ৫৭৪ জন, মেক্সিকোয় ৭৬ হাজার ৪৩০ জন ও ব্রিটেন ৪৬ হাজার ৭০৬ জন মারা গেছে।
×