ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টঙ্গীতে এমএলএম কোম্পানির প্রতারণায় বিক্ষোভ

প্রকাশিত: ২২:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২০

টঙ্গীতে এমএলএম কোম্পানির প্রতারণায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৭ সেপ্টেম্বর ॥ টঙ্গীর হোসেন মার্কেটে একটি এমএলএম কোম্পানি গ্রাহকদের কয়েক কোটি টাকা হাতিয়ে চম্পট দেয়ার খবরে রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষতিগ্রস্থ গ্রাহকরা। সিওএস নামের কোম্পানিটি ব্যাংকের চাইতে বেশি লাভের লোভ দেখিয়ে এলাকার মহিলা ও কলেজ ছাত্রীদের টার্গেট করে বিপুল পরিমান টাকা তাদের কোম্পানিতে জমা করায়। অল্প কিছু দিনের মধ্যেই বহু গ্রাহক বানিয়ে ফেলে কোম্পানিটি। রবিবার কোম্পানিটি বন্ধ করে এর লোকজন অফিসে তালা লাগিয়ে পালিয়েছে এমন খবরে গ্রাহকরা অফিসের সামনে জড়ো হতে থাকেন। অফিসে তালা দেখে বিক্ষোভে ফেটে পড়েন উপস্থিত গ্রাহকরা। ভুক্তভোগী ইমা আক্তার জানান, আমার ১ লক্ষ টাকা ছিল, লাভের আশায় এই সিওএস কোম্পানিতে বিনিয়োগ করি। কিন্তু আজ সকালে এসে দেখি প্রতিষ্ঠানের অফিসে তালা ঝুলাছে। আমার মতো আরও ৪ হাজার মেয়ে লাভের আশায় এই প্রতিষ্ঠানে টাকা জমা রেখেছিল।
×