ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৪৬ মাদক বিক্রেতা গ্রেফতার

প্রকাশিত: ২৩:৪৩, ২৭ সেপ্টেম্বর ২০২০

৪৬ মাদক বিক্রেতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর ৫০টি থানা এলাকায় থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। ডিএমপির মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোঃ ওয়ালিদ হোসেন জানান, মাদক বিরোধী অভিযানের সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে দুই হাজার ৩৩১ পিস ইয়াবা, ১৪০ গ্রাম হেরোইন, ৭১২ গ্রাম গাঁজা, ২১৩ বোতল ফেনসিডিল ও ৫০ লিটার দেশী মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিসি ওয়ালিদ হোসেন। পরীক্ষার ফল প্রকাশ স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের (বেফাক) হিফজুল কোরান ও ইলমুত তাজবিদ মারহালার ৪৩তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। শনিবার বেফাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ফলের সকল তথ্য বেফাকের নিজস্ব ওয়েবসাইটে (িি.িরিভধয়ৎবংঁষঃ.পড়স) পাওয়া যাচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষায় গড় পাসের হার ৯১ দশমিক ৯৫ শতাংশ। হিফজুল কোরাান মারহালায় মোট পরীক্ষার্থী ২২ হজার ৮৭৬ জন ও ইলমুত তাজবিদ মারহালায় ৯২৬ অংশগ্রহণ করেন। পরীক্ষায় স্টার মার্ক পেয়েছেন পাঁচ হাজার ৮৬২ জন। মোট উত্তীর্ণ পরীক্ষার্থী ১৩ হাজার ১২৭ জন। অনুপস্থিত পরীক্ষার্থী নয় হাজার ৮২২ জন।
×