ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

চাঞ্চল্যকর নিলা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ২২:০২, ২৬ সেপ্টেম্বর ২০২০

চাঞ্চল্যকর নিলা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

অঙ্গন সাহা, সাভার ॥ সাভারে চাঞ্চল্যকর নিলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত নয়টার দিকে সাভার মডেল থানাধীন হেময়াতপুর এলাকায় কর্নেল ব্রিক ফিল্ডস-এর পাশে পারভেজের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মিজানুর রহমান (২০), শাকিব (২১) ও জয় (২০)। মিজানুর সাভারের স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমানের ছেলে। গ্রেফতারকৃত অন্য আসামিদের পরিচয় পাওয়া যায়নি। অনেকটা ঠা-া মাথায় হত্যা করা হয়েছে নিলা রায়কে। ধারণা করা হচ্ছে, হত্যার আগে তাকে ধর্ষণ করা হতে পারে তা না হলেও ধর্ষণের চেষ্টা যে করা হয়েছিল অনেকটাই নিশ্চিত। নিলার দেহে পাওয়া আলামত, আঘাতের ধরন তেমনটাই ইশারা করছে, যদিও সেটি নিশ্চিত হতে প্রয়োজন ডিএনএ ও ভিসেরা পরীক্ষার ফল সেটি পেলেই পরিষ্কার হবে বিষয়টি। বলছিলেন নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্র্গ সূত্র। সূত্রটি আরও জানায়, নিলাকে হত্যা করা হয়েছে অত্যন্ত নির্দয়ভাবে। মৃত্যুর আগে তার তলপেটের উপরিভাগে ধারালো অস্ত্র দিয়ে খোঁচানো হয়েছে কয়েকবার, আঘাতের ধরন বলছে অনেকটাই ঠা-া মাথায় খুনী উপভোগ করেছে নিলার তিলে তিলে মৃত্যু যন্ত্রণা। সর্বশেষ তার মৃত্যু নিশ্চিত করতে যেই আঘাতগুলো করা হয়েছে তা ছিল অত্যন্ত গভীর। নিলার মুখে যে আঘাতের চিহ্ন রয়েছে সেটি করা হয়েছে তীক্ষè কোন ছুরি দিয়ে যা মুখের উপরিভাগ ভেদ করে ভেতরে প্রবেশ করেছিল। এছাড়া তার ঘাড়, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গভীর ছুরিকাঘাতের চিহ্ন দেখা গেছে। নিলা রায় বয়স ১৪। সে স্থানীয় এ্যাসেড স্কুলের দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল। স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না তার। নিলার পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বখাটে মিজানুর প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্ত করে আসছিল নিলাকে। বিষয়টি একাধিকবার মিজানুরের পরিবারকে জানানো হলেও কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। একপর্যায়ে গত ২০ সেপ্টেম্বর রাতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিলাকে ছুরিকাঘাত করে নৃশংসভাবে হত্যা করে বখাটে মিজানুর। উল্লেখ্য, সাভার পৌর এলাকার দক্ষিণপাড়া মহল্লার গার্লস স্কুলের পেছনে মিজানুরের বাবা আব্দুল রহমানের মালিকানাধীন একটি পরিত্যক্ত বাড়িতে নৃশংসভাবে খুন করা হয় নিলাকে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম বলেন, নিলা রায় হত্যাকা-ের পরের দিন তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪/৫ জনের বিরেুদ্ধে মামলা (নং-৩৮) দায়ের করেন নিলার বাবা নারায়ণ রায়। গোপন সংবাদের ভিত্তিতে রাজফুলবাড়িয়া এলাকায় শুক্রবার রাত নয়টার দিকে যৌথ অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়ন্দা পুলিশ ও সাভার মডেল থানা পুলিশ। পরে পারভেজের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। এর আগে এ মামলায় মিজানুরের সহযোগী সেলিম পালোয়ানসহ মিজানুরের বাবা আব্দুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাকে গ্রেফতার করা হয়েছে। এদিকে নিলা রায় হত্যার প্রতিবাদে খুনী মিজানুর ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার এবং বিচারের দাবিতে পৃথক মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের পাশে অবস্থিত ধসে পড়া রানা প্লাজার সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সাভার উপজেলা শাখা এবং সাভার প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোটের শতাধিক নেতৃবৃন্দ এ কর্মসূচী পালন করে।
×