ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

১৩ ঘণ্টা পর নারায়ণগঞ্জের ট্রেন চালু

প্রকাশিত: ১১:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২০

১৩ ঘণ্টা পর নারায়ণগঞ্জের ট্রেন চালু

অনলাইন ডেস্ক ॥ পড়ে যাওয়া ট্রেনের বগি তুলে লাইন মেরামত শেষে ১৩ ঘণ্টা পর ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা থেকে আসা ট্রেনের চারটি বগির আটটি চাকা বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেইট এলাকায় লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে যাত্রীরা। উদ্ধারকারী ট্রেন ও রেলকর্মীরা ১৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক করে বলে জানিয়েছেন রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন মাস্টার গোলাম মোস্তফা। তিনি বলেন, ঢাকা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে বিকেল সোয়া ৩টা থেকে রাত ৯টা ৫৫ মিনিটে লাইনচ্যুত চার বগির আট চাকা লাইনের ওপরে তুলে স্টেশনে নিয়ে যায়। পরে ক্ষতিগ্রস্ত রেল লাইন মেরামত করে। এরপর রাত ২টা ২০ মিনিটে দুর্ঘটনা কবলিত ট্রেনটি ঢাকার উদ্দেশে নারায়ণগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে প্রতিদিন ১৬ জোড়া ট্রেন চলাচল করে।
×