ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেসরকারী উদ্যোগে অক্সিজেন ব্যবস্থার উদ্বোধন

প্রকাশিত: ১৫:১৭, ২৩ সেপ্টেম্বর ২০২০

লক্ষ্মীপুর সদর হাসপাতালে বেসরকারী উদ্যোগে অক্সিজেন ব্যবস্থার উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুর সদর হাসপাতালে কোভিড-১৯ রোগীদের জন্য কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এটি স্বয়ংক্রিয়ভাবে বাতাস থেকে অক্সিজেন উৎপাদন করে একই সঙ্গে ৩০জন রোগীকে অক্সিজেন সরবরাহ করতে সক্ষম। বেসরকারী প্রতিষ্ঠান ঢাকাস্থ গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদার ব্যক্তিগত অর্থায়নে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে কেন্দ্রীয় হাইফ্লো অক্সিজেন সরবরাহ ব্যবস্থা স্থাপন করা হয়। আজ বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এ অক্সিজেন সরবরাহ ব্যবস্থাটির উদ্বোধন করেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ ছাড়াও এর আগে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন রোগে আক্রান্ত এবং অসহায় দুঃস্থদের সহায়তার জন্য জেলা প্রশাসকের কাছে তিনি ৯৮ লক্ষ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু ও শিশু কিডনী বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ গোলাম মাঈন উদ্দিন, লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডা. মো. আবদুল গফ্ফার, পৌরসভার মেয়র মোঃ আবু তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, বায়োগ্রুপের চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজিম। আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাব সভাপতি হোসাইন আহম্মদ হেলাল, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারী কর্মচারী কল্যান সমিতি ফেডারেশন সভাপতি হেদায়েত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা লক্ষ্মীপুরবাসীর জন্য গ্রেটওয়াল সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সামছুল হুদা বলেন, আর্ত-মানবতার সেবায় জেলার প্রত্যেক সামর্থবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। এর মাধ্যমে কোভিড-১৯ জটিল রোগীদের অক্সিজেনের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটলো।
×