ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আরও এক মাসের জামিন পেলেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী

প্রকাশিত: ২০:৪৫, ২১ সেপ্টেম্বর ২০২০

আরও এক মাসের জামিন পেলেন সাবেক এমপি আউয়াল ও তার স্ত্রী

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর ॥ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনের জামিনের মেয়াদ আরও এক মাস বৃদ্ধি করা হয়েছে। সোমবার দুপুরে পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করার পর বিচারক মোহাঃ মহিদুজ্জামান তাদেরকে পরবর্তী এক মাসের জন্য জামিনের সময় বর্ধিত করেন। গত ৩০ ডিসেম্বর দুদক সাবেক সংসদ সদস্য আউয়ালের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করে। এর একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। তবে গত ৭ জানুয়ারি হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান আউয়াল দম্পতি। এরপর গত ৩ মার্চ আউয়াল দম্পতি পিরোজপুর বিশেষ জজ আদালতে হাজির হয়ে দুই মাসের জামিন পান। তবে সকালে তাদের জামিন আবেদন নামঞ্জুর করে বিচারক জেল হাজতে পাঠানোর আদেশ দিলেও, ওই দিন সেই বিচারককে অন্যত্র বদলি করা হয়। এরপর বিকেলে ভারপ্রাপ্ত বিচারক আউয়াল দম্পতির জামিন আবেদন মঞ্জুর করেন।
×