ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

তিতাসের বকেয়া সাড়ে ৪ হাজার কোটি টাকা উদ্ধারের সুপারিশ

প্রকাশিত: ২১:৩৫, ২১ সেপ্টেম্বর ২০২০

তিতাসের বকেয়া সাড়ে ৪ হাজার কোটি টাকা উদ্ধারের সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ গ্রাহক পর্যায়ে তিতাসের বকেয়া সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি। সার কারখানা, ক্যাপটিভ শিল্পখাত, বিদ্যুতখাত, বাণিজ্যিক, আবাসিক ও মৌসুমী গ্রাহকদের কাছে এই বিশাল অঙ্কের টাকা পাওনা তিতাসের। এতো বিপুল পরিমাণ অর্থ বকেয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত এসব বকেয়া বিল আদায়ে তৎপর হওয়ার জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করেছে বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ থাকার পরও কিভাবে গ্রাহকরা এখনও সংযোগ পাচ্ছেন এ নিয়ে কমিটির সদস্যরা উদ্বেগ প্রকাশ করে বলেন, বন্ধ থাকার পরও সংযোগ পাওয়ার নেপথ্যে তিতাসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী জড়িত। এসব অসাধু ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। কমিটির সভাপতি সাবেক হুইপ মোঃ শহীদুজ্জামান সরকারের সভাপতিত্বে সভায় বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদ ছাড়াও কমিটির সদস্য মোঃ আবু জাহির, মোঃ আলী আজগর, মোঃ নুরুল ইসলাম তালুকদার, মোঃ আছলাম হোসেন সওদাগর ও বেগম নার্গিস রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে কমিটির সদস্য ছাড়াও অংশ নেন বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা।
×