ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে সীমিত আকারে ফেরি চালু

প্রকাশিত: ২৩:১৫, ২০ সেপ্টেম্বর ২০২০

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌপথে সীমিত আকারে ফেরি চালু

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৯ সেপ্টেম্বর ॥ শনিবার সকাল থেকে সীমিত আকারে ফেরি চালু হয়েছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ী উভয় ঘাট থেকে কেটাইপ চারটি ফেরি চলাচল করছে বলে ঘাট কর্তৃপক্ষ জানায়। এর আগে শুক্রবার দুপুরের পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটের লৌহজং চ্যানেল দিয়ে পরীক্ষামূলকভাবে দুটি মাঝারি ধরনের ফেরি চালু করা হয়। কাঁঠালবাড়ী ঘাট থেকে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরি ক্যামেলিয়া শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায় এবং শিমুলিয়া ঘাট থেকে স্বল্পসংখ্যক যানবাহন নিয়ে ফেরি কাকলী কাঁঠালবাড়ী এসে পুনরায় স্বল্পসংখ্যক গাড়ি নিয়ে বিকেলে শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যায়। তবে এখনও পুরোপুরি সচল হয়নি লৌহজং চ্যানেল। শনিবার বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, গত প্রায় তিন মাস ধরে পদ্মায় তীব্র ¯্রােত ও নাব্য সঙ্কটের কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। কয়েক দফায় ফেরি চলাচল বন্ধও রাখা হয়। কয়েক দফা বন্ধ থাকার পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে তীব্র ¯্রােত ও নাব্য সঙ্কটের কারণে রাতে বন্ধ রাখা হয় ফেরি চলাচল। সকাল থেকে সীমিত আকারে ফেরি কুমিল্লা, কাকলী, ক্যামেলিয়া ও ভিআইপি ফেরি ফরিদপুরসহ চারটি কেটাইপ ফেরি দিয়ে সীমিত যানবাহন নিয়ে কোনমতে এ্যাম্বুলেন্সসহ জরুরী যানবাহন পারাপার করছে। ফলে ঘাটে শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে পড়েছে। নাব্য সঙ্কটে এ নৌপথ দিয়ে নয় দিনের মতো ফেরি চলাচল বন্ধ থাকার পর ১০ সেপ্টেম্বর সীমিত আকারে আবার চালু করা হয়। কিন্তু দুদিন যেতে না যেতেই ফেরি সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এরপর মঙ্গলবার থেকে পালের চরখেজুরতলা-নড়িয়া চ্যানেল দিয়ে ২৮ কিলোমিটার পথ ঘুরে একটি ফেরি দিয়ে পারাপার শুরু করে কর্তৃপক্ষ। ২৮ কিমি নৌপথ অতিক্রম করে আট ঘণ্টায় শিমুলিয়ায় এসে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ইঞ্জিন গরম হয়ে যায়। উপরন্তু জ্বালানি খরচ হয় নয়শ’ লিটার। লৌহজং টার্নিং চ্যানেলে ফেরি চলতে তেল খরচ হতো ১৪০ লিটার। ফলে বৃহস্পতিবার থেকে বন্ধ ঘোষণা করা হয়। একদিন বন্ধ থাকার পর লৌহজং চ্যানেল কিছুটা সচল হলে শুক্রবার বিকেলে উভয় ঘাট থেকে দুটি ফেরি তিন ট্রিপ দেয়। কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম মিয়া সাংবাদিকদের বলেন, ‘শনিবার সকালে কাঁঠালবাড়ী ঘাট থেকে কে-টাইপ ফেরি কুমিল্লা শিমুলিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গেছে এবং শিমুলিয়া ঘাট থেকে কে-টাইপ ফেরি কাকলী, ক্যামেলিয়া ও ভিআইপি ফেরি ফরিদপুর কাঁঠালবাড়ী ঘাটের উদ্দেশে ছেড়ে আসে। তীব্র ¯্রােত ও নাব্য সঙ্কটের কারণে রো-রো ও ডাম্প ফেরি চলাচল বন্ধ রয়েছে।’ বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা আহমদ আলী সাংবাদিকদের বলেন, ‘চ্যানেলে এখনও সমস্যা রয়েছে। রো-রো ও ডাম্প ফেরি চলতে পারবে না। সীমিত আকারে চারটি কে-টাইপ ফেরি সকাল থেকে চলাচল করছে।’
×