ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শাহাজালালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মামা-ভাগ্নে সর্বস্ব খুঁইয়েছেন

প্রকাশিত: ১৯:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২০

শাহাজালালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মামা-ভাগ্নে সর্বস্ব খুঁইয়েছেন

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মামা-ভাগ্নে সর্বস্ব খুঁইয়েছেন। তারা হচ্ছেন, বাহরাইন প্রবাসী হজরত আলী (২৮) ও তার ভাগ্নে আল-আমিন (২৫)। তাদেরকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। সেখানে তাদের পাকস্থলী ওয়াশ করা হয়। হাসপাতালে চেতনা ফিরে এলে আল-আমিন জানান, শনিবার ভোর ৪টায় আমরা মামা হজরত আলী বাহরাইন থেকে শাহজালাল বিমানবন্দরে আসেন। আমি তাকে নিতে বিমানবন্দরে আসি। পরে দোহার যাওয়ার জন্য বিমানবন্দর পার্কিং এলাকা থেকে একটি সিএনজি অটোরিক্সা ঠিক করি। ওই সিএনজিতে উঠার পর কিছুক্ষনের মধ্যে আমরা জ্ঞান হারিয়ে ফেলি। সেখানে আমাদের সঙ্গে কী করা হয়েছে। তা বলতে পারছি না। পরে অচেতন অবস্থায় স্থানীয় লোকজন আমাদের একটি রিক্সা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। তিনি জানান, আমার মামার তিনটি ব্যাগ, দুই ভরির কিছু কম স্বর্ণের চেইন তারা নিয়ে যায়। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁিড়র পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ভোর ৫টার দিকে তাদেরকে অচেতন অবস্থা ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। পরে বিষয়টি দোহার থানায় অবগত করা হয়েছে।
×