ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

টঙ্গীর স্টিল মিলে আগুনে ॥ মৃতের সংখ্যা বেড়ে ৩

প্রকাশিত: ০১:১৬, ১৭ সেপ্টেম্বর ২০২০

টঙ্গীর স্টিল মিলে আগুনে ॥ মৃতের সংখ্যা বেড়ে ৩

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ১৬ সেপ্টেম্বর ॥ টঙ্গীর মিলগেটের এস এস স্টিল রড বানানোর কারখানায় তরল লোহার আগুনে পুড়ে দগ্ধ চিকিৎসাধীন আরও এক শ্রমিকের মৃত্যু ঘটেছে মঙ্গলবার। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ জনে। মঙ্গলবার যে শ্রমিকের মৃত্যু হয়েছে তার নাম মোজাম্মেল হক (২২)। টঙ্গী পশ্চিম থানার ওসি এমদাদুল হক জনকণ্ঠকে মোজাম্মেল হকের আত্মীয় স্বজনের বরাত দিয়ে রাতে মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুলাল মিয়া (২৫) এবং মঙ্গলবার মারা যায় রিপন মিয়া নামে আরও দু’শ্রমিক। চিকিৎসাধীন বাকি একজন নিলয়ের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন বার্ন ইউনিটের চিকিৎসকগণ। তরল লোহার আগুনে দগ্ধ আহত নিলয় রাজধানীর শেখ হাসিনা বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। কারখানার শ্রমিকরা জনকণ্ঠকে জানান, শুক্রবার ভোরে টঙ্গীর এস এস স্টিল কারখানায় স্ক্র্যাপ লোহা গলানোর সময় তরল লোহার আগুন ছিটকে তাদের শরীরের ওপর পড়লে ৫ শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হন।
×