ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জেএসসি পরীক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণে ব্যবস্থা নেয়ার নির্দেশ

প্রকাশিত: ০০:১৮, ১৬ সেপ্টেম্বর ২০২০

জেএসসি পরীক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণে ব্যবস্থা নেয়ার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ করোনার কারণে চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। আর স্ব-স্ব প্রতিষ্ঠানের মূল্যায়নের মাধ্যমে জেএসসি-জেডিসি পরীক্ষার্থীদের নবম শ্রেণীতে উত্তীর্ণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ অবস্থায় স্ব-স্ব মূল্যায়ন পদ্ধতিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণীতে উত্তীর্ণ করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্কুলগুলোকে বলেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে সব সরকারী-বেসরকারী স্কুলকে এ নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে, পরীক্ষার্থীদের কি উপায়ে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করার ব্যবস্থা করা সে বিষয়ে স্কুলগুলোকে সুস্পষ্টভাবে কিছুই জানায়নি অধিদফতর। করোনাভাইরাস মহামারীর কারণে চলতি বছরের জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। গত ২৭ আগস্ট এ সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়।
×