ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

শশধর চন্দ্র রায়-এর দুটি কবিতা

প্রকাশিত: ২২:২২, ১২ সেপ্টেম্বর ২০২০

শশধর চন্দ্র রায়-এর দুটি কবিতা

পাখি মুক্ত পাখি ডানা মেলে বেড়ায় ঘুরে ঘুরে, মনের সুখে গান সে করে মধুর ছন্দসুরে। কদম কেয়া জুঁই চামেলি গোলাপ বেলি ফোটে, মুক্ত পাখি খুশি মনে ফুলবাগিচায় ছোটে। বদ্ধ পাখি বন্দি হয়ে খাঁচার ভেতর থাকে, দুঃখভরা মনের ছবি আনমনে সে আঁকে। বদ্ধ পাখি ভাঙতে দুয়ার ফন্দি আঁটে মনে, মুক্ত হয়ে সে যেতে চায় পাহাড়-নদী-বনে। . ও পাখি তোর ডাকের সুরে ও পাখি তোর ডাকের সুরে মনটা ওড়ে যোজন দূরে বন-বনানী, গগন ফুঁড়ে। ও পাখি তোর ডাকের সুরে চিত্তজুড়ে হৃদয়পুরে আকাশছোঁয়া স্বপ্ন ঘুরে। ও পাখি তোর মধুর ডাকে গাছের শাখে নদীর বাঁকে দামাল ছেলে ছবি আঁকে। ও পাখি তোর মিষ্টি তানে ছন্দ-গানে শান্তি আনে সুখের পরশ হৃদয়-প্রাণে।
×