ঢাকা, বাংলাদেশ   শনিবার ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

সিনহা হত্যা মামলা

নতুন মামলা রোধের চেষ্টা- প্রদীপের দালালরা তৎপর

প্রকাশিত: ২২:০৩, ১২ সেপ্টেম্বর ২০২০

নতুন মামলা রোধের চেষ্টা- প্রদীপের দালালরা তৎপর

চট্টগ্রাম অফিস ও স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোঃ রাশেদ খান হত্যা ঘটনায় সিনহার অন্যতম আসামি প্রদীপ কুমার দাশ স্বীকারোক্তিমূলক জবানবন্দী না দিলেও গ্রেফতারকৃত আরও ১২ আসামি আদালতে জবানবন্দী দেয়ায় মামলার কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা অন্য ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে পাওয়া তথ্যে সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসের (বাদী) দায়েরকৃত মামলার চার্জশীট দাখিল করতে প্রস্তুতি নেয়া শুরু করেছেন বলে সূত্রে জানা গেছে। সূত্র মতে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ যতই চালাকি করুক না কেন, অন্য আসামিদের দেয়া জবানবন্দী অনুসারে প্রদীপ দাশ সিনহা হত্যার দায় এড়াতে পারেন না। এদিকে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাশের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের হচ্ছে দেখে প্রদীপের দালালরা আর যাতে মামলা রুজু বা আদালতে অভিযোগ দাখিল করা না হয়, এজন্য টেকনাফে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে এ পর্যন্ত মোট ১২টি হত্যা ও একটি সাংবাদিক নির্যাতনের অভিযোগে মামলার আবেদন জমা পড়েছে আদালতে। সর্বশেষ বৃহস্পতিবার দায়ের হওয়া দুটিসহ মোট ১২টি হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া সাংবাদিক নির্যাতনের অভিযোগে একটি মামলা হয়েছে। প্রদীপের বিরুদ্ধে প্রথম হত্যা মামলাটি দায়ের হয় গত ৫ আগস্ট। এটির বাদী অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। এতে নয়জনকে আসামি করা হয়। এটিই ছিল প্রদীপের বিরুদ্ধে প্রথম হত্যা মামলা। এ মামলায় এজাহারভুক্ত নয় আসামির মধ্যে ৭ আসামি (পুলিশ) গ্রেফতার হয়েছে। গত ১৮ আগস্ট পাঁচ লাখ টাকা ঘুষ নেয়ার পরও বন্দুকযুদ্ধের নামে হত্যার অভিযোগ এনে প্রদীপ কুমার দাসসহ ২৮ জনের বিরুদ্ধে ২য় হত্যা মামলাটি করেন টেকনাফ মৌলবি বাজার এলাকার গুল চেহের বেগম। তাঁর ছেলে সাদ্দাম হোসেনকে কথিত বন্দুকযুদ্ধে হত্যা করা হয় বলে মামলায় তিনি অভিযোগ করেছেন। এটি ছিল প্রদীপের বিরুদ্ধে দ্বিতীয় হত্যা মামলা। এই মামলায়ও প্রদীপ কুমার দাশসহ ২৮ আসামির মধ্যে ২৭ জনই পুলিশের সদস্য। প্রবাসী মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে হত্যা করার অভিযোগে প্রদীপের বিরুদ্ধে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিনের আদালত-৩ এ তৃতীয় হত্যা মামলাটি দায়ের করেন নিহত প্রবাসী মাহমুদুর রহমানের ভাই নুরুল হোসাইন। এই মামলায় আসামির সংখ্যা ২৩ জন। আব্দুল জলিলকে হত্যা করার অভিযোগ এনে ২৭ আগস্ট সানোয়ারা বেগম বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে ১২ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এটি হচ্ছে প্রদীপের বিরুদ্ধে চতুর্থ মামলা। এভাবে এ পর্যন্ত ১২টি হত্যা মামলা দায়ের হয়েছে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাশের বিরুদ্ধে। টেকনাফ উপজেলা জুড়ে বরখাস্ত হওয়া ওসি প্রদীপ দাশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাষ করছেন স্থানীয়রা। তারা প্রদীপসহ তার প্রাইভেট বাহিনীর বিরুদ্ধে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন।
×