ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজারে ছয় কার্যদিবস পর সূচক কমল

প্রকাশিত: ২০:৫৯, ১০ সেপ্টেম্বর ২০২০

শেয়ারবাজারে ছয় কার্যদিবস পর সূচক কমল

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। গ্রামীণ ফোনের মতো বড় মূলধনী কোম্পানির দর বাড়লেও টানা ছয় কার্যদিবস উত্থানের পর মূল্য সংশোধনের কবলে শেয়ারবাজার। বুধবার লেনদেন শেষে সূচক কিছুটা কমলেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অঙ্কেও লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা কমেছে। দিন শেষে ডিএসইতে লেনদেন কমেছে ১১২ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকা। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সকালে সূচকের ইতিবাচক প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। সারাদিন সূচকের ওঠানামা শেষে ডিএসইর সার্বিক সূচক আগেরদিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৪৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক পয়েন্ট ৭ কমে অবস্থান করছে ১ হাজার ৭২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ৭৭ কোটি ৯৭ লাখ ৮২ হাজার টাকা। এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর সার্বিক সূচকটি ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯৭৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১৫০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭৩৪ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৯০ কোটি ১৫ লাখ ২৬ হাজার টাকা। সে হিসেবে ডিএসইতে লেনদেন কমেছে ১১২ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকা। এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৫৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৬টি কোম্পানির ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা।
×