ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহবুব ও নাসের

প্রকাশিত: ০০:০১, ৬ সেপ্টেম্বর ২০২০

৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এ্যাসোসিয়েশনের নেতৃত্বে মাহবুব ও নাসের

৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডার এ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে ডাঃ এইচ এম মাহবুব আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে ডাঃ আ ন ম নূরে আজম নাসের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং সর্বসম্মতিক্রমে ডাঃ শাফায়াত মুহাম্মদ শান্তনু মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন। সহ-সভাপতি পদে ডাঃ নীহার রঞ্জন দাস, ডাঃ শিশির সিক্ত, ডাঃ সাকিব মাহমুদ নোবেল, ডাঃ তৌফিক আহমেদ, ডাঃ সুখরঞ্জন দাস, ডাঃ ইমরান খান চয়ন, ডাঃ শামীমা নাসরিন এবং কোষাধ্যক্ষ পদে ডাঃ জেড এ এম শাহরিয়ার খান প্রিন্স বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রাথমিক ধাপে ১৮টি পদে সরাসরি ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচিত হবেন। পরে নির্বাচিতরা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন। সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে একক প্রার্থী থাকায় নির্বাচন কমিশন যাচাই-বাছাইয়ের পর তাদের বিজয়ী ঘোষণা করে। বাকি পদসমূহে একাধিক প্রার্থী থাকায় আজ ৬ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিয়মানুযায়ী ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং ৩৩তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের প্রায় ৬৩০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রতিনিধি নির্বাচিত করবেন। -বিজ্ঞপ্তি
×