ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশিত: ০০:০০, ৬ সেপ্টেম্বর ২০২০

জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডাঃ মোহাম্মদ ইব্রাহিমের ৩১তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়াও শনিবার থেকে দুদিনব্যাপী ‘বাডাস ভার্চুয়াল ডায়াবেটিস কনফারেন্স’ শুরু হয়েছে। এতে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বর্তমান সভাপতি প্রফেসর এ্যান্ড্রু বলটন ও আইডিএফের সভাপতি (নির্বাচিত) অধ্যাপক আখতার হোসেন ছাড়াও বক্তব্য রাখবেন অধ্যাপক সমর ব্যানার্জী, অধ্যাপক এমএ বাসিত, অধ্যাপক তৃষা ডানিং, ডাঃ ডগলাস ভিলারয়েল, ডাঃ দেবাশিস বসু প্রমুখ। অধ্যাপক এ কে আজাদ খান, অধ্যাপক জাফর আহমেদ লতিফ, অধ্যাপক ফারুক পাঠান, অধ্যাপক তোফায়েল আহমেদসহ বারডেম, ইব্রাহিম কার্ডিয়াক, বিআইএইচএস, এনএইচএনের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এতে অংশ নেবেন। ভার্চুয়াল কনফারেন্স রবিবার শেষ হবে। এর মধ্যে শনিবার দুপুর ১টা ৩০ মিনিটে ভার্চুয়াল পদ্ধতিতে ‘ইব্রাহিম মেমোরিয়াল ওরেশন’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) বর্তমান সভাপতি প্রফেসর এ্যান্ড্রু বলটন ও আইডিএফের সভাপতি (নির্বাচিত) অধ্যাপক আখতার হোসেন। এছাড়াও দিবসটি উপলক্ষে সমিতির নিজস্ব প্রকাশনা ‘কান্তি’র বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। -বিজ্ঞপ্তি
×