ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দশ বছর পর পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

প্রকাশিত: ০০:৫২, ২৬ আগস্ট ২০২০

দশ বছর পর পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সিরিজ জয়

জনকণ্ঠ ডেস্ক ॥ ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে সিরিজের প্রথম ম্যাচটায় এগিয়ে থেকেও হেরেছিল সফরকারী পাকিস্তান। ওই এক জয়েই শেষ পর্যন্ত সিরিজটা জিতে নিল স্বাগতিক ইংল্যান্ড। তাতেই দীর্ঘ ১০ বছর পর পাকিস্তানকে সিরিজে হারিয়েছে ইংলিশরা। এর আগে ২০১০ সালে ৪ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে হারিয়েছিল ইংলিশরা। খবর ক্রিকইনফোর। সাউদাম্পটনে দ্বিতীয় টেস্টের ফলাফল হয় নিষ্প্রাণ ড্র। তৃতীয় টেস্টে দুদলেরই নিজেদের সেরাটা দেয়ার পালা। কিন্তু কিছুই হলো না। এই ম্যাচটার বেশিরভাগ সময়ই গেছে বৃষ্টির পেটে। ম্যাচ ড্রতে শেষ হলেও দারুণ এক কৃতিত্ব গড়েছেন জেমস এ্যান্ডারসন। টেস্ট ক্রিকেটে একমাত্র পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সাউদাম্পটনে শেষ ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত ছিল ইংলিশরা। প্রথম ইনিংসে জ্যাক ক্রাউলির ২৬৭ রানের ইনিংসে সঙ্গে জস বাটলারের ১৫২ রানে ৫৮৩ রানের নিচে চাপা পড়া পাকিস্তান ধুঁকেছে প্রথম ইনিংসে। ইংলিশ পেসারদের তা-বের সামনে শুধু আজহার আলিই ধ্বংসস্তূপ ঠেলে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তার ১৪১ রানের ইনিংসে পাকিস্তান অল-আউট হয় ২৭৩ রানে। ফলো-অনে পড়া পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বৃষ্টি মাথায় হেরে যাওয়া থেকে বাঁচল বলা যায়। এন্ডারসন, স্টুয়ার্ট ব্রডের গতির সামনে অন্তত হারতে হয়নি ইনিংস ব্যবধানে।
×