ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাময়িক বরখাস্ত পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

প্রকাশিত: ২৩:৫৮, ২৫ আগস্ট ২০২০

সাময়িক বরখাস্ত পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র

স্টাফ রিপোর্টার ॥ বাসা থেকে নগদ ৮০ লাখ টাকাসহ আটকের দায়ে করা মামলায় কারাগারে আটক সাময়িক বরখাস্ত কারা উপ-মহাপরিদর্শক পার্থ গোপাল বণিকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক মোঃ সালাহউদ্দিন রবিবার ঢাকার জজ আদালতে এই অভিযোগপত্র দেন বলে দুদকের আদালত কর্মকর্তা মোঃ জুলফিকার জানান। অভিযোগপত্রে রাষ্ট্রপক্ষে মোট ১৪ জনকে এ মামলার সাক্ষী করা হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েশ ‘দেখিলাম’ লিখে স্বাক্ষরের পর অভিযোগপত্র গ্রহণের জন্য ৩১ আগস্ট দিন ধার্য করেছেন। অভিযোগপত্রে বলা হয়েছে, পার্থ গোপালের কাছ থেকে উদ্ধার হওয়া ৮০ লাখ টাকার কোন ‘বৈধ উৎস’ তিনি দেখাতে পারেননি। অর্থাৎ তিনি সরকারী দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম, ঘুষ, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে উপার্জন করা ওই ৮০ লাখ টাকা পাচারের উদ্দেশ্যে নিজের বাসায় লুকিয়ে রেখেছেন মর্মে প্রমাণিত হয়। ২০১৪ সালে পদোন্নতি পেয়ে কারা উপ-মহাপরিদর্শক হওয়ার পর পার্থ গোপাল বণিকের বেতন স্কেল হয় ৩১ হাজার ২৫০ টাকা। অভিযোগপত্রে বলা হয়, তার বাসায় পাওয়া অর্থ ওই বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি কোন ব্যাংক এ্যাকাউন্ট থেকে ওই টাকা তোলেননি, কখনও ওই অর্থ আয়কর বিবরণীতেও প্রদর্শন করেননি। বরখাস্ত হওয়ার আগে পার্থ গোপাল বণিক ছিলেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি (প্রিজন্স)। গত বছর ২৯ জুলাই ধানম-ির নর্থ রোডে (ভূতের গলি) তার ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করার পর তাকে গ্রেফতার করে দুদক। পরদিন দুদকের সহকারী পরিচালক মোঃ সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
×