ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের অন্তরের নেতা ॥ জি এম কাদের

প্রকাশিত: ২২:০৪, ১৫ আগস্ট ২০২০

বঙ্গবন্ধু ছিলেন গণমানুষের অন্তরের নেতা ॥ জি এম কাদের

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সর্বস্তরের গণমানুষের অন্তরের নেতা। সেই অবস্থান থেকেই তিনি হয়েছেন চিরঅম্লান, চিরভাস্বর, চিরঞ্জীব। শুক্রবার ১৫ আগস্ট উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বার্তায় তিনি একথা বলেন। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ নানা কর্মসূচী গ্রহণ করেছে বিরোধী দল। জাপা চেয়ারম্যান বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালীর জীবনে এক শোক বিধুর দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শাহাদাত বরণ করেন। আমরা এই শোকাবহ দিনে প্রয়াত রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। একই সঙ্গে ১৯৭৫-এর ১৫ আগস্ট কালরাতে সকল শহীদ সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি’। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টির পক্ষ থেকে খতমে কোরান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার, ১৫ আগস্ট সকাল থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে খতমে কোরান অনুষ্ঠিত হবে।
×