ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রবীণ আইনজীবী আনসিুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

প্রকাশিত: ১৬:৪৮, ১৩ আগস্ট ২০২০

প্রবীণ আইনজীবী আনসিুর রহমানের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

স্টাফ রিপোর্টার॥ প্রবীণ আইনজীবী, মুক্তিযুদ্ধরে অন্যতম সংগঠক এ্যাাডভোকটে আনিসুর রহমান খান এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেনে আইন, বচিার ও সংসদ বষিয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। মন্ত্রী আজ এক শোকর্বাতায় মরহুমরে বদিহেী আত্মার মাগফরোত কামনা করনে এবং তাঁর শোকসন্তপ্ত পরবিাররে সদস্যদরে প্রতি গভীর সমবদেনা জ্ঞাপন করনে। এ্যাডভোকটে আনসিুর রহমান গতকাল বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসংিহে ইন্তেকাল তরেন। আজ বাদ জোহর ময়মনসংিহ আঞ্জুমান ঈদগাহ মাঠে দ্বতিীয় নামাজে জানাজা শেষে তাঁকে নগরীর গুলকবিাড়ি কবরস্থানে দাফন করা হয়। এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে ময়মনসংিহ পুরাতন জজ র্কোট প্রাঙ্গণে তারঁ প্রথম নামাজে জানাজা অনুষ্ঠতি হয়। মরহুম আনিসুর রহমান ময়মনসিংহ জলো আইনজীবী সমতিরি দুইবাররে সাধারণ সম্পাদক ও তিনবাররে সভাপতি ছলিনে। বাংলাদশে বার কাউন্সলি এর সদস্যও নির্বাচিত হয়িছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫। তিনি স্ত্রী, ৫ পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
×