ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিলেটের টিলাগড় শাপলাবাগ নব্য জঙ্গীর আস্তানা

প্রকাশিত: ০০:১৯, ১৩ আগস্ট ২০২০

সিলেটের টিলাগড় শাপলাবাগ নব্য জঙ্গীর আস্তানা

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানকে আটকের ঘটনায় সিলেটের টিলাগড় শাপলাবাগ এলাকা দেশব্যাপী পরিচিত একটি এলাকার নাম। পূর্ব শাপলাবাগ আবাসিক এলাকায় এ ব্লকের ২নং রোডের ২২ নম্বর রোডে ‘সূর্য দীঘল বাড়ি’। ২০০৬ সালের ২ মার্চ ‘সূর্য দীঘল বাড়ি’ থেকে ধরা পড়ে জঙ্গী সংগঠন জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান। ১৪ বছর আগে ‘সূর্য দীঘলে’ আস্তানা গেড়েছিল জঙ্গী সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। এবার এই এলাকার ‘শাহ ভিলায়’ নব্য জেএমবির সদস্যরা আস্তানা গড়ে তোলে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বহিনীর সদস্যরা মঙ্গলবার অভিযান চালিয়ে ‘শাহ ভিলা’ থেকে উদ্ধার করে জঙ্গী তৎপরতায় ব্যবহৃত কয়েকটি কম্পিউটার। জেএমবির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমানকে কারা আশ্রয় দিয়েছিল। কাদের পৃষ্ঠাপোষকতায় আব্দুর রহমান এখানে থাকার সুযোগ লাভ করেছিল সেটা জনসমক্ষে বেরিয়ে আসেনি। শাপলাবাগের ওই এলাকাটি ২০০৬ সাল পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। প্রথম দিকে আব্দুর রহমান নিরাপদেই ছিলেন। ছেলেকে স্থানীয় একটি স্কুলেও ভর্তি করিয়েছিলেন। ১৪ বছর আগে ‘সূর্য দীঘলে’ আস্তানা গেড়েছিল জঙ্গী সংগঠন জেএমবি। এবারও একই এলাকার ‘শাহ ভিলায়’ আশ্রয় নেয় নব্য জেএমবি। জঙ্গী কর্মকা- পরিচালনার জন্য এলাকাটিকে বেছে নেয়ার পেছনে কি কারণ থাকতে পারে সে বিষয়টিও খতিয়ে দেখা দরকার। রবিবার রাতে নগরীর মিরাবাজারের উদ্দীপনের ৫১ নম্বর বাসা থেকে নব্য জেএমবির সিলেট আঞ্চলিক কমান্ডার ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাইমুজ্জামানসহ পাঁচ জনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে নাইমুজ্জামান বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী ও সাদি পরিসংখ্যান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বলে জানা গেছে। নাইমুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। বর্তমানে নগরীর মিরাবাজারে তারা একটি বাসা কিনে বসবাস করছেন। তারা বাবা ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা। মা স্কুল শিক্ষিকা। জানা যায়, নাইমুজ্জামান প্রথম দিকে ভার্সিটিতে বন্ধুদের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রেখে চলা ফেরা করত। পর্যায়ক্রমে তার মধ্যে পরিবর্তন আসে। পরবর্তীতে দাড়ি রেখে চালচলনের মধ্যে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা শুরু করে। যা তার সহপাঠীদের দৃষ্টিতে ধরা পড়ে। সিলেট নগরীর টিলাগড়ের শাপলাবাগে ‘কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার’ খোলার কথা কথা বলে মালিকের কাছ থেকে বাসা ভাড়া নিয়েছিল নব্য জেএমপির সদস্যরা। শাহ ভিলার মালিক শাহ মোঃ শামদ আলী জানান, দুই মাস আগে জঙ্গী নাইম ও সায়েম তার কাছে বাসা ভাড়া নেয়ার ব্যাপারে আলাপ করে। ওই সময় তারা এক মাসের ভাড়া অগ্রিম দিয়ে দেয়। নাইম ও সায়েম সে সময় জানিয়েছেন, তারা একটি কম্পিউটার প্রশিক্ষণ সেন্টার খুলতে চায়।
×