ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘থিঙ্ক গ্লোবালী, এ্যাক্ট লোকালী’ শিরোনামে অনলাইন সভা

প্রকাশিত: ০০:২৯, ৯ আগস্ট ২০২০

‘থিঙ্ক গ্লোবালী, এ্যাক্ট লোকালী’ শিরোনামে অনলাইন সভা

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জদুঘর এবং ঢাকা ইউনিভার্সিটি নেচার কনজারভেশন ক্লাবের সমন্বয়ে সম্প্রতি ‘থিঙ্ক গ্লোবালী, এ্যাক্ট লোকালী’ শিরোনামে একটি অনলাইন সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠান অনলাইনে ভার্চ্যুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও ঢাকা ইউনিভার্সিটি নেচার কনজারভেশন ক্লাবের সমন্বয়ক ও পৃষ্ঠপোষক অধ্যাপক ড. এম নিয়ামুল নাসের। অনুষ্ঠানের প্রধান বক্তা শমী হাসান চৌধুরী তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে উপস্থিত সকলের মাঝে বিশেষ করে প্রাণিবিদ্যা বিভাগের নবীন শিক্ষার্থীদের মাঝে ইয়ুথ লিডারশীপ ও আন্তর্জাতিক অঙ্গনে তার পথচলা এবং একজন নবীন ও তরুণ হিসেবে তরুণদের মাঝে লিডারশীপ তৈরিতে অনুপ্রেরণা, দিকনির্দেশনার পাশাপাশি করণীয় বিষয়গুলো তুলে ধরেন। বর্তমান বিশ্বে শুধুমাত্র নিজ দেশে সীমাবদ্ধ না থেকে কিভাবে পৃথিবীর জন্য কাজ করা যেতে পারে এবং এই পথের সকল দিকের সম্ভাবনা এবং করণীয় বিষয়গুলো অনুষ্ঠানে তুলে ধরা হয়। -বিজ্ঞপ্তি
×