ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মালয়েশিয়ায় রায়হানের বিরুদ্ধে তদন্ত শেষ

প্রকাশিত: ০০:৫৭, ৭ আগস্ট ২০২০

মালয়েশিয়ায় রায়হানের বিরুদ্ধে তদন্ত শেষ

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা লকডাউনের মধ্যে অভিবাসীদের দুর্দশা নিয়ে আল জাজিরাকে সাক্ষাতকার দিয়ে গ্রেফতার হওয়া বাংলাদেশী অভিবাসী রায়হান কবিরের বিরুদ্ধে তদন্ত শেষ করেছে মালয়েশিয়ার পুলিশ। বৃহস্পতিবার দেশটির পুলিশের তদন্তকারী বিভাগ সিআইডি’র পরিচালক হুজির মোহাম্মদ জানিয়েছেন, আল জাজিরার প্রতিবেদনটি নিয়ে তদন্ত শেষ হয়েছে। পরবর্তী পদক্ষেপের জন্য এ সংক্রান্ত যাবতীয় নথিপত্র এ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব নথিপত্রের মধ্যে রায়হানের মামলাও রয়েছে বলে জানান তিনি। খবর দ্য স্টারের। গত ৩ জুলাই আল জাজিরায় প্রচারিত ‘১০১ ইস্ট’ অনুষ্ঠানে ‘লকড আপ ইন মালয়েশিয়া’র লকডাউন’ শীর্ষক ২৫ মিনিট ৫০ সেকেন্ডের ওই প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে কথা বলেছিলেন রায়হান কবির। সংবাদমাধ্যমটির ইউটিউব চ্যানেলে প্রতিবেদনটি প্রকাশের পর থেকে সমালোচনা শুরু হয়। দেশটির সরকার এমন অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। ২৪ জুলাই সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে দেশটির কারাগারেই রয়েছেন তিনি। গত বুধবার দেশটির অভিবাসন কর্তৃপক্ষের মহাপরিচালক জানান, আগামী ৩১ আগস্ট রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া।
×