ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাঁশখালী শেখেরখীল বেইলী ব্রীজ যেন মরণফাঁদ

প্রকাশিত: ১৭:০০, ৬ আগস্ট ২০২০

বাঁশখালী শেখেরখীল বেইলী ব্রীজ যেন মরণফাঁদ

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী ॥ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল-ছনুয়া যাতায়াতের বেইলী ব্রীজটি সম্পূর্ণ চলাচল অযোগ্য হয়ে মরণফাঁদে পরিণত হয়েছে। ব্রীজের পাটাতন গুলো ভেঙ্গে গিয়ে জরাজীর্ণ হয়ে পড়ায় এই ব্রীজ দিয়ে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। তবে স্থানীয় জনসাধারণ পায়ে হেঁটে চলাচল করায় এই ব্রীজটি দিয়ে যাতায়াতে যেকোন মুহুর্তে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা। স্থানীয়রা জানান, শেখেরখীলের এই ব্রীজটি দিয়ে ছনুয়া ও কুতুবদিয়ায় প্রতিদিন হাজারো মানুষ চলাচল করে। কিন্তু এই ব্রীজটির পাটাতন নষ্ট হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। যা বর্তমানে একেবারেই চলাচল অযোগ্য হয়ে পড়েছে। ব্রীজটি সংস্কারের দাবিতে সম্প্রতি স্থানীয় জনসাধারণ মানববন্ধনও করেছেন। অপরদিকে শেখেরখীল মৌলভী বাজার ব্রীজটি সংস্কার কাজ শুরু হয়ে মেয়াদ শেষ হলেও এখনও কাজ শেষ হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে শেখেরখীলের মৌলভীবাজার ব্রীজ এলাকায় গিয়ে দেখা যায় ব্রীজের পাঠাতন খুলে ফেলে রাখায় যানবহন চলাচল বিচ্ছিন্ন রয়েছে । পার্শ্ববর্তী নদীর উপর বাঁশ দিয়ে নির্মাণ করেছে সাঁকো । সাঁকোটি এতই সরু যে মানুষ চলাচলে র্দুভোগ পোহাতে হচ্ছে। তাছাড়া প্রতিনিয়ত ঘটছে র্দুঘটনা। এ ব্যাপারে শেখেরখীল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াছিন বলেন, ‘লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র বেইলী ব্রীজটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন জনসাধারণ। এই ব্রীজটি সংস্কারের জন্য উপজেলা প্রশাসনকে বেশ কয়েকবার অবহিত করা হয়েছে। ব্রীজটি সংস্কার করা হলে উপকূলীয় ছনুয়া-কুতুবদিয়া যাতায়াত ব্যবস্থা অনেকটা সহজ হবে এবং এখান থেকে বিভিন্ন এলাকায় মাছ ও লবণ সরবরাহ করে ব্যবসায়ীরাও উপকৃত হবেন।
×